বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০১০

একেবারেই নতুন


নানান রকম প্রতারণার গল্প আছে এই ছোট্ট দেশটিতে প্রতিমুহূর্তেই কেউ না কেউ প্রতারণার ফাদেঁ পড়ে হারাচ্ছে স্বাভাবিক জীবন জীবনের সেসব গল্পই এই ব্লগের প্রধান উপজীব্য তবে কথা দিতে পারছি না শুধু বিষয়ের বেড়াজালে বন্দি থাকতে পারবো পেতে পারেন অন্যকিছু

জীবনকে সাজাতে এবং নিরাপদ রাখতে অবশ্যই চাই সতর্কতা একটু অসতর্কতার সুযোগে আপনার জীবনে ঘটে যেতে বিরাট নেতিবাচক পরিবর্তন হারিয়ে যেতে পারে স্বাভাবিক গতি আর সতর্কতার জন্য প্রয়োজন জানা বা জ্ঞান প্রবাদ আছে সম্পদ আপনি পাহারা দেন আর জ্ঞান আপনাকে পাহারা দেয় তাই প্রতারণার গল্প জানতে চোখ রাখুন এই স্পটে আর ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
লাবণ্য লাকি
মিরপুর, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন